অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘দেশে জঙ্গিবাদ নিয়ন্ত্রণেআছে।আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার কারণে জঙ্গিবাদ মাথাচাড়া দিতে পারেনি।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জামায়াত স্বাধীনতার শত্র“, জামায়াত দেশের শত্রু। তাদের এখনই দেশ থেকে বের করে দেওয়া উচিত।

সোমবার সচিবালয়ে নিজ দফতরে বিসিএস ইকোনোমিক ও বিসিএস অ্যাডমিন ক্যাডার অ্যাসোসিয়েশন নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।সিলেটে জাফর ইকবালের ওপর হামলা কি প্রমাণ করে না দেশে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে? এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, জঙ্গিবাদ নিয়ন্ত্রণে আছে। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার কারণে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারেনি। জঙ্গিরা যেখানেই ঘটনা ঘটিয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েছে। এখন তাদের বিচার হচ্ছে।

জাফর ইকবালের ওপর হামলাকারীর মামা কৃষক লীগ নেতা, যাকে আইনশৃঙ্খলা বাহিনী আটক করেছে। এর পরিপ্রেক্ষিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রশ্ন তুলেছেন, তাহলে কি এ ঘটনায় আওয়ামী লীগ জড়িত? এ ব্যাপারে মন্তব্য জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘বিএনপি মহাসচিবের কথা জামায়াতের কথা হয়ে গেছে। জামায়াত স্বাধীনতার শত্র“, জামায়াত দেশের শত্রু। তাদের এখনই দেশ থেকে বের করে দেওয়া উচিত।জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করা সংক্রান্ত একটি প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে জমা আছে, তারপরও সরকার কেন নিষিদ্ধ করছে না জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, জামায়াত নিষিদ্ধ করতে কিছুটা প্রবলেম আছে। সবকিছু দেখে-শুনে এগোতে হচ্ছে।