বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ ড. জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া।তিনি জানান, এ ঘটনায় তিনজনকে হেফাজতে নিয়েছে পুলিশ। তবে আটক ও হেফাজতে থাকা ব্যক্তিদের নাম-পরিচয় জানাননি তিনি।
সোমবার দুপুরে সাংবাদিকদের এ কথা বলেন সিলেট মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া। গোলাম কিবরিয়া বলেন, রোববার রাতে জাফর ইকবালের ওপর হামলাকারী ফয়জুর রহমানের বাবা-মা পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। অন্য স্বজনরা কেউ আত্মসমর্পণ করেননি।এক প্রশ্নের জবাবে কিবরিয়া বলেন, প্রয়োজন হলে পুলিশ ফয়জুরের অন্য স্বজনদের হেফাজতে আনবে।ঘটনার দিন ফয়জুর মোট দুবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়েছিল বলেও জানান তিনি।
প্রসঙ্গত, শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) ক্যাম্পাসে এক অনুষ্ঠানে শিক্ষার্থী ও পুলিশের উপস্থিতিতে অধ্যাপক জাফর ইকবাল হামলার শিকার হন। তার মাথায় এবং হাতে ছুরিকাঘাত করে হামলাকারী ফয়জুর। হামলার পরপরই তাকে আটক করে গণপিটুনি দেন শিক্ষার্থীরা।ওই হামলার পরপর জাফর ইকবালকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। ড. জাফর ইকবাল আক্রান্ত হওয়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তার উন্নত চিকিৎসা নিশ্চিত করতে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । তাকে পরে এয়ার অ্যাম্বুলেন্সে সিলেট থেকে ঢাকার সিএমএইচে ভর্তি করা হয় ।