সিলেট নগরীর জিন্দাবাজারস্থ ‘নিউ সবুজ বিপণী রেস্টহাউজ’ থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সাজ্জাদুর রহমান (৩০) নামের ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। তিনি সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের জাঙ্গাইল গ্রামের মৃত আবদুল আলিমের ছেলে। রেস্ট হাউসের স্বত্তাধিকারী মুকুল দাস জানান, রবিবার সকাল ১১টার দিকে বিশ্রামের জন্য রেস্ট হাউসের ৪র্থ তলার ৬নং কক্ষ ভাড়া নেন সাজ্জাদুর রহমান। সকালে কক্ষের ভেতর তার কোন সাড়া শব্দ না পেয়ে পুলিশের খবর দেয়া হয়। পুলিশ এসে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ওসি গৌসুল হোসেন।