বিরহি মনের স্বীকারক্তি

দু চোখের জলে বালিস টা ভিজে যায়।
যখনই একা থাকি,
বার বার তোমার স্মৃতিরা আমাকে কাঁদায়।
মন রে জানি কতটা কষ্টে আছো।
তুমি কি আমাকে বোঝনা?
আমি আজ ও শারদ প্রাতে শিউলি মালায় তোমাকেই খুজে ফিরি।
তোমার চোখের সামনের তেপান্তরের মাঠে হাজারো কাশফুলের মাঝে খুজে ফিরি পুরোনো স্মৃতি গুলোকে।
সন্ধ্যার মেঘমালায় তোমার রথের পানে চেয়ে বসে থাকি ছাদের সেই কোন টায়।
তোমার দেয়া কাচের চুড়ি আমি আর পড়িনা,
আর নুপুর পড়িনা।
তুমি নেই বলে।
হয়তো আর কখনো দেখা হবে।
আমি চিনব না, তুমিও চিনবেনা।
মনে মনে যা বলবে আমি শুনে নিব,
তুমি ও শুনতে পাবে।
শুধু কেউ বুঝতে পারবে না।

-ফাতিমা শিপলা