গাজীপুরের কোনাবাড়িতে রবিবার অগ্নিকান্ডে একটি বাড়িসহ বেশ কয়েকটি ঝুটের গুদাম ও দোকান পুড়ে গেছে এবং ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এঘটনায় কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের কর্মীরা বিকেল পর্যন্ত আগুন নেভায়।
গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-সহকারি পরিচালক আক্তারুজ্জামান ও স্থানীয়রা জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ির নতুন বাজার এলাকায় স্থানীয় মোঃ সেলিম ও আব্দুস সালাম খানের ঝুটের গুদামে রবিবার সকাল সোয়া ৭টার দিকে আগুন লাগে। মুহুর্তেই আগুন পার্শ্ববর্তী অন্যান্য ঝুটের গুদামে ও দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জয়দেবপুর ও কালিয়াকৈর ফায়ার স্টেশনের ৫টি ইউনিটসহ কাশিমপুরের ডিবিএল মিনি ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। প্রায় সাড়ে ৪ ঘন্টা চেষ্টার পর দুপুরে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে আগুন পুরোপুরি নেভাতে বিকেল পর্যন্ত ড্যাম্পিং করে তারা। এঘটনায় কেউ হতাহত হয়নি। আগুনে মালামালসহ ঝুটের ১৬টি গুদাম, ৭টি কাঠেরসহ ৮টি দোকান পুড়ে যায়। এসময় পার্শ্ববর্তী একটি বাড়ির আংশিক পুড়ে গেছে ও ক্ষয়ক্ষতি হয়েছে। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছে পার্শ্ববর্তী একটি সিএনজি পাম্প ও নিটল মটরস এর গ্যারেজ। তাৎক্ষনিকভাবে আগুন লাগার কারণ জানা না গেলেও চুলা বা বিড়ি সিগারেটের আগুন থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।