পেশাগত দায়িত্ব পালনের জন্য আমাদের দেশের এক প্রান্ত হতে অন্য প্রান্তে ছূটে বেড়াতে হয় প্রতিনিয়ত। কিন্তু আমরা অনেক সময় ভুলে যায় প্রয়োজনীয় কাগজপত্র সংগে নিতে,আর তখনি আমাদের পরতে হয় নানা বিব্রতকর অবস্থার মধ্যে। বিশেষ করে যারা সাংবাদিকতা করেন,এন.জি. ও. তে চাকুরী করেন,ডাঃ, সমাজকর্মী সহ সব পেশাজীবী ঘড়ের বাহিরে যাবার আগে ভালো করে চেক করা উচিৎ প্রয়োজনীয় আই ডি কার্ড সংগে আছে কিনা?
বিদেশী পর্যটক কিম্বা বাংলাদেশে কর্মসূত্রে এসেছেন যারা তাদের পাসপোর্ট,ওয়ার্ক পারমিট, জাতীয় পরিচয়পত্র সহ সব ধরনের প্রয়োজনীয় কাগজ সংগে নিয়ে বাইরে বের হওয়া জরুরী। যেসব বিদেশী ভিজিট ভিসা নিয়ে বাংলাদেশে এসেছেন কিন্ত ওয়ার্ক পারমিট ছাড়া বিভিন্ন পেশার কাজ করছেন তাদের এমন করা হতে বিরত থাকার আহবান জানাচ্ছি।আপনারা নিজ দেশের এবং আমাদের দেশের ভাবমূর্তি এবং নিরাপত্তা বিঘ্নিত করছেন। নিরাপত্তার স্বার্থে নিয়ম অনুযায়ী সকল বিদেশি নাগরিককে সবসময় পাসপোর্ট ও ওয়ার্ক পারমিট সাথে রাখতে নির্দেশনা রয়েছে। কিন্তু তারা বাংলাদেশের কোনো নিয়ম বা প্রশাসনের নির্দেশ তোয়াক্কা করছেন না। যথাযথ অনুমোদন ছাড়া চলাচলের দায়ে কক্সবাজারের উখিয়া থেকে ১১ বিদেশিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। আটক বিদেশিদের মধ্যে যুক্তরাজ্য, ইতালি, নেদারল্যান্ড, তুরস্ক, দক্ষিণ কোরিয়া, কেনিয়া, ব্রাজিল, বেলজিয়াম ও নরওয়ের নাগরিক রয়েছেন। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উখিয়া ডিগ্রি কলেজ সংলগ্ন রোহিঙ্গা ত্রাণ কেন্দ্রের সামনে থেকে তাদের আটক করা হয়। এসময় ওই বিদেশিরা কোনো পাসপোর্ট, ভিসা ও ওয়ার্ক পারমিট দেখাতে পারেননি।
র্যাব-৭ এর কক্সবাজার ক্যাম্প কমান্ডার মেজর রুহুল আমিন বলেন, র্যাবের চেকপোস্টে তল্লাশিকালে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় আটক বিদেশিদের মধ্যে যুক্তরাজ্য, ইতালি, নেদারল্যান্ড, তুরস্ক, দক্ষিণ কোরিয়া, কেনিয়া, ব্রাজিল, বেলজিয়াম ও নরওয়ের নাগরিকদের আটক করে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে এমএসএফের বাংলাদেশ কার্যালয়ের জনসংযোগ কর্মকর্তা সাজ্জাদুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি শুনেছি, বিস্তারিত খবর নিচ্ছি।
এদিকে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের বলেন, এই ১১ জন ডক্টর্স উইদাউট বর্ডার্সের (এমএসএফ) সঙ্গে জড়িত। তবে তাদের কাছে পাসপোর্ট ও ভিসা নেই। তাদের কর্তৃপক্ষকে পাসপোর্ট ও ভিসা নিয়ে থানায় দেখা করতে বলা হয়েছে। পাসপোর্ট পাওয়ার পর তারা ট্যুরিস্ট, নাকি ওয়ার্ক পারমিট নিয়ে এসেছেন- বিষয়টি যাচাই করা হবে। পরে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
যারা আটক হয়েছেন:
1) Name: Rabin Abeme
Nationality: UK
Organization: MSF (Doctors without border)
2) Name: Matin Taminlau.
Nationality: Nedarland.
Organization: MSF (Doctors without border)
3) Name: Tarik Aksu.
Nationality: Turkey.
Organization: TIKA (Turkish Coop & Coord Agency)
4) Name: Hee Jeoung.
Nationality: South Korea.
Organization: MSF (Doctors without border)
5) Name: Motiri.
Nationality: Kenya.
Organization: MSF (Doctors without border)
6) Name: Buttignol.
Nationality: Italy.
Organization: MSF (Doctors without border)
7) Name: Elija Augusta.
Nationality: Brazil.
Organization: MSF (Doctors without border)
8) Name: Anke Maria.
Nationality: Belgium.
Organization: MSF (Doctors without borders)
9) Name: Jenna.
Nationality: UK.
Organization: MSF (Doctors without border)
10) Name: Aasen.
Nationality: Norway.
Organization: MSF (Doctors without border)
11) Name: Eusa.
Nationality: Italy.
Organization: MSF (Doctors without border)