এলোমেলো ভাবনা।
===============
এভাবে আর পিছন ফিরে চাইবো না
দেখবো না তোমার চলে যাওয়া।
মোবাইল হাতে নিয়ে একাকী রাত
তোমার কলের আক্ষেপে পুরবো না।
নেই তুমি,না নেই, কোথাও নেই!
এখন আমার ভাবনা গুলো
পথ চলে এলোমেলো!
বড্ড অবাক হয়ে চেয়ে থেকেছি,
যেদিন আমায় ভালোবাসো কথাটা জেনেছি।

স্বপ্ন-বাসরের নিষিদ্ধ পথে-
আমি আজ একাকী পথিক,
গড়ে চলি অনন্ত স্বপ্ন
বহন করে ভালোবাসার কষ্ট!
ভালোবাসি কথাটা আর বলো না বলো,
ভালোবাসতে জানো আর নাই জানো!
আমার বুকের ভালোবাসা একবার পড়ে নিও।
আর সেই ভালোবাসার মোহে ফিরে এসো আমার স্বপ্ন ভুবনে।
তোমার ফোনের ব্যস্ততায়-
আমার কষ্ট গুলো ডুকরে ওঠে,
কেন তবে ছিল সেই মিথ্যা!
ভালোবাসি বলেছিলে এমন করে?
******************

______জাহিদ শরীফ নাসিম।
ঢাকা: ২২-০২-২০১৮ ইং