পাবনা সদর উপজেলার পয়দা গ্রামে আব্দুল আলিম (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার গভীর রাতের কোন এক সময় তাকে হত্যা করা হয়। নিহত আলিম সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের পয়দা গ্রামের আবু বক্কারের ছেলে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বুধবার সকালে এলাকাবাসি পয়দা মাঠে আলিমের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে এনেছে। ধারণা করা হচ্ছে পূর্ব বিরোধের জের ধরে তাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে থানা সুত্র জানায়।