বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি হাসান উদ্দিন সরকারকে দুই দিনের রিমান্ড দিয়েছে আদালত।মঙ্গলবার দুপুরে গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্যাট মো. শহীদুল ইসলাম এই আদেশ দেন। গাজীপুর আদালতের পরিদর্শক রবিউল ইসলাম জানান, বিশেষ ক্ষমতা আইন ও বিষ্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় হাসান উদ্দিন সরকার সহ ৭ আসামী জেল হাজতে ছিলেন। ওই মামলায় হাসান উদ্দিন সরকারসহ সাত আসামিকে মামলার ধার্য তারিখ মঙ্গলবার দুপুরে গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করা হয়। এসময় মামলার ৭ আসামীর উপস্থিতিতে তাদের ১০ দিনের রিমান্ড ও জামিনের শুনানী অনুষ্ঠিত হয়। শুনানী শেষে গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্যাট মো. শহীদুল ইসলাম সকল আসামীর জামিন নামঞ্জুর করেন এবং প্রত্যেকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার অপর আসামিরা হলেন- বোর্ডবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আঃ রহিম আল মাদানী (৩২), মোঃ আশাদুল্লাহ (৪৫), মোক্তার হোসাইন (২৭), আজিজুল হক (৪২), মোঃ হাসান উদ্দিন (৪৪) ও মোঃ সাত্তার মিয়া (৩৯)।

উল্লেখ্য,গত ৬ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় মাগরিবের নামাজ শেষে হাসান উদ্দিন সরকার আহসান উল্লাহ সরকার ইসলামিক কমপ্লেক্স থেকে বের হয়ে আসছিলেন। এসময় টঙ্গী থানার পুলিশ হাসান উদ্দিন সরকারসহ চার জনকে আটক করে।পরে টঙ্গী থানার এসআই মোঃ আবু বকর সিদ্দিক বাদি হয়ে বিশেষ ক্ষমতা আইন ও বিষ্ফোরক দ্রব্য আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।