হৃদয়ের ডাক—-আমেনা ফাহিম

শুনতে কি পাও তুমি
হৃদয়ের ডাক!
আমি এসেছি তোমার শহরে
ইট পাথরের অহমিকায় গড়া এ শহর
যান্ত্রিকতায় পরিপূর্ণ তার গহব্বর,
পথি মাঝে লাল ঐশর্য ছড়িয় দিল
গুটি কয়েক কৃষ্ণচূড়ার দল
প্রনয়ের সাক্ষী বকুল মাল্য হাতে নিয়ে
আজও দাড়িয়ে আছে ছোট্ট কিশোরী
ওরা জানেনা তোমার ঠিকানা।।।।
কোথায় তুমি?
হাজারো কোলাহলের ভীরে
বর্নচোরা চোখ দুটো তোমায় খোজে,
মনে হয় এই তো তুমি
এই তো সেদিন,,,,এই রাস্তার ধারে
ঠায় দাড়িয়ে ছিলাম দুজনে,
বিদায়ক্ষন কেন এত বিধুর হয়
স্মৃতিপথ কেন এত যন্ত্রণাময়
বলতে পার?
ট্রাফিক সিগনাল,,,যানজট
তোমার বড়ই অস্বস্তি
ফুটপাতে হাতে হাত রেখে
পৌছে যেতাম চেনা ঠিকানায়
কখন যে সন্ধে হত কে জানে,,,আজ দেখ
আমার সময় কাটেনা,,,,,,
বিকেলের সূর্য ডোবেনা
আমি জানিনা কোথায় তোমার ঠিকানা।।।
আর কতদূর?
জানিনা আর কতদূর আমি যাব
আমি জানিনা তুমি আসবে কিনা,
খেয়ালি মনের কারাগারে
তুমি চিৎকার করে কাঁদ
তাইতো ছুটে আসা।।।।।।।
কোথায় তুমি?
কেমন আছ তুমি?
শুনতে কি পাও তুমি
হৃদয়ের ডাক!
কোথায় যাব আমি?
কোথায় গেলে পাব তোমায়?
কেউ জানেনা তোমার ঠিকানা
আমি জানিনা তোমার ঠিকানা।।