শিল্পমন্ত্রী আমির হোসেন আমু দেশের অর্থনীতিসহ সার্বিক উন্নয়নের লক্ষ্যে পরিকল্পিত শিল্পায়ন নিশ্চিতে কারিগরি শিক্ষার বিকাশ ও প্রসারের আহ্বান জানিয়েছেন।বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কাকরাইলে অবিস্থিত আইডিইবি ভবনে ‘বিসিআইসি ডিপ্লোমা প্রকৌশলী সমিতির জাতীয় সম্মেলন ও ১৩তম কাউন্সিল অধিবেশন’ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

আমির হোসেন আমু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত করার জন্য রূপকল্প ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রীর এই পরিকল্পনা বাস্তবায়নে প্রকৌশীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন।তিনি বলেন, প্রকৌশলীরা হচ্ছেন শিল্পায়নের মূল কারিগর। তাই দেশকে পরিকল্পিতভাবে শিল্পায়নের দিকে নিয়ে যেতে হলে আমাদেরকে কারিগরি শিক্ষার প্রসার ও উন্নত করতে হবে।মন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য বর্তমান সরকারের সময় ১০০টি ইকোনমিক জোন করার উদ্যোগ নেয়া হয়েছে। এসব জায়গায় উৎপাদন বাড়াতে এবং সঠিকভাবে কাজ করার জন্য দক্ষ ও প্রশিক্ষিত জনবল দরকার। এজন্য কারিগরি শিক্ষায় শিক্ষার্থীদের আগ্রহী এবং প্রশিক্ষিত করে তুলতে হবে।এই লক্ষ্যে উপজেলা পর্যায়ে দক্ষ ও প্রশিক্ষিত কারিগরি জনবল তৈরির লক্ষ্যে টিটিসি চালু করা হয়েছে। মহিলাদের জন্য পৃথক পলিটেকনিক ইন্সটিটিউট স্থাপন করা হচ্ছে বলে তিনি জানান।দেশে দানাদার খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে বিসিআইসির প্রকৌশলীরা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন উল্লেখ করে শিল্পমন্ত্রী বলেন, বিগত জাতীয় সংসদ নির্বাচনের আগে তিন মাস রাজনীতির নামে বিএনপি-জামাতের দেশব্যাপী জ্বালাও-পোড়াও, মানুষ হত্যা ও পেট্রল বোমা নিক্ষেপের মধ্যেই বিসিআইসি সারাদেশে নিরবচ্ছিন্ন সার সরবরাহ করে কৃষি উৎপাদন অব্যাহত রেখেছে। গ্যাস স্বল্পতার কারণে সৃষ্ট সমস্যা মোকাবেলায় বিসিআইসির আওতাধীন কারখানাগুলোতে পণ্য বহুমুখীকরণের তাগিদ দিয়ে তিনি বলেন, গ্যাস হচ্ছে প্রাকৃতিক বিষয়। সরকার নতুন নতুন কূপ খনন করার চেষ্টা করছে। কয়েকদিন আগে একটি কূপ পাওয়া গেছে। গ্যাস স্বল্পতার সমস্যা নিরসনে সরকার এলএনজি আনার চেষ্টা করছে বলেও উল্লেখ করেন তিনি।বিসিআইসি ডিপ্লোমা প্রকৌশলী সমিতির কেন্দ্রীয় সভাপতি লায়ন মো. ওমর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিসিআইসির পরিচালক মোহাম্মদ শাহিন কামাল, ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) এর প্রেসিডেন্ট এ কে এম এ হামিদ, বিসিআইসি ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সাধারণ সম্পাদক কাজী আহসান সাদাত প্রমুখ বক্তব্য রাখেন।