সাংবাদিক নিয়াজ আহমেদ সিপনের(২৮) উপর সন্ত্রাসী হামলার ঘটনায় থানায় অভিযোগ দেয়ার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানা পুলিশ। এখনো ওই সাংবাদিক উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে চিকিৎসাধীন।

গত সোমবার দুপুরের দিকে এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন সিপন। এর আগে রোববার রাতে উপজেলার দলগ্রাম ইউনিয়নের সেনপাড়া গ্রামে সন্ত্রাসীরা তার উপর হামলা চালায়। সাংবাদিক নিয়াজ আহমেদ সিপন অনলাইন নিউজ বাংলাদেশ ও দৈনিক খোলা কাগজ পত্রিকায় কাজ করেন। এছাড়া সে উপজেলার তুষভান্ডার এলাকার হযরত আলীর ছেলে।

মামলার এজাহারে উল্লেখ আছে, কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের সেনপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য কাবেজ আলীর ছেলে সামিউল ইসলাম ব্যবসায়ীক দ্বন্দের জেরে সাংবাদিক নিয়াজ আহমেদ সিপনকে দীর্ঘ দিন ধরে গুম করে হত্যা করার হুমকী দিয়ে আসছে। এ ঘটনায় গত বছরের ২ নভেম্বর নিজের নিরাপত্তা চেয়ে কালীগঞ্জ থানায় ৬ জনের বিরুদ্ধে একটি সাধারন ডায়েরী(জিডি নং-৬৭) দায়ের করেন।
এদিকে রোববার রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে দলগ্রাম ইউনিয়নের সেনপাড়া এলাকায় সাবে ইউপি সদস্য কাবেজ ও তার ছেলে সামিউল ইসলাম ৭/৮ জন লোক নিয়ে সাংবাদিক সিপনের গতিরোধ করেন। এ সময় কোন কিছু বুঝে উঠার আগেই হামলাকারীরা সিপনকে এলোপাতারি মারপিট করে ক্যামেরা, ল্যাপটপ কেড়ে নেয়। সিপনের আত্নচিৎকারে স্থানীয়রা ছুটে এসে সিপনকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ বিষয়ে কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মকবুল হোসেন বলেন, থানায় অভিযোগ পেয়েছি। গ্রেফতারের সব রকমের চেষ্টা অব্যাহত রয়েছে।