নারায়ণগঞ্জের বিএনপি নেতা তৈমুর আলম খন্দকারকে অস্ত্র ও বিস্ফোরক আইনের একটি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।জেলার অতিরিক্ত পুলিশ সুপার মতিয়ার রহমান জানান, মঙ্গলবার বেলা ১টার দিকে নগরীর চাঁদমারী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন তারা।
তৈমুর আলম খন্দকার বিএনপি চেয়ারপারসনের একজন উপদেষ্টা এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি।দশম জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তি ঘিরে বিএনপি-জামায়াত জোটের টানা অবরোধ-হরতালের মধ্যে নাশকতার বিভিন্ন মামলার আসামি তিনি। এর মধ্যে ২০১৫ সালের ৫ জানুয়ারি নারায়ণগঞ্জে হাতবোমা বিস্ফোরণ ও ভাংচুরের একটি ঘটনায় পুলিশের করা মামলায় তৈমুর আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।ওই মামলাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে অতিরিক্ত পুলিশ সুপার মতিয়ার রহমান জানান।