কালের চক্র।।
————
অনন্তকাল ধরে মহাকালে ছুটে চলছে সময়,
আর জীবন ছুটে চলছে সীমানা হীন অনন্তের পথে।
স্বাধীনতার আস্বাদে সাজানো এ জীবন,
বেহিসাবি ভাল লাগায় নষ্ট করে সময়
মৃত্যুর মিছিল প্রতিক্ষণে এগিয়ে চলছে অন্ধকারে।
লোভের সীমানায় জ্ঞানশূন্য হয়ে
পাহাড়সম বিত্ত নিয়েও অসুখী,অতৃপ্ত বাসনা
সময়কে করে তুলেছে তুচ্ছজ্ঞান।
ভোগ করতে না পেরে ভোগান্তি চরমে তুলে
নিজেই ভুক্তভোগী হয়ে হারিয়ে যাচ্ছে সময়ের অন্ধকার গহবরে।
সময় আর মানুষ খেলে চলেছে কি নিদারুণ নিষ্ঠুর খেলা,
মানুষ কালের গহবরে হারিয়ে হয়ে যাচ্ছে ইতিহাস,
আর সময় তার গতিতে বয়ে গিয়ে করছে পরিহাস।
*************
জাহিদ শরীফ নাসিম।
ঢাকা: ৩০/১২/২০১৭ ইং।