আফগানিস্তানের রাজধানী কাবুলের ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বন্দুকধারীদের হামলায় ১৪ বিদেশিসহ অন্তত ১৮ জন নিহত হয়েছে। স্থানীয় সময় শনিবার রাত ৯টার দিকে এই হামলা চালানো হয়। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সিএনএন জানায়, নিহত ১৪ বিদেশির মধ্যে ১১জন আফগানিস্তানের বেসরকারি বিমানসেবা প্রতিষ্ঠান ‘ক্যামএয়ার’ এর কর্মী।

মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ বলেন, বন্দুকধারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর ১৬ ঘন্টা বন্দুকযুদ্ধ চলে। হামলায় কমপক্ষে ১০জন আহত হয়েছে। তাদের মধ্যে ছয় জন নিরাপত্তারক্ষী এবং চার জন বেসামরিক নাগরিক রয়েছেন। নাজিব আরও বলেন, হোটেলটি থেকে ১৫৩ জনের বেশি অতিথিকে উদ্ধার করা হয়েছে। অতিথিদের মধ্যে ৪১ জন বিদেশি নাগরিক ছিলেন। এদিকে শনিবার চালানো হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী তালেবান। হামলার সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে লড়াইয়ে পাঁচ তালেবান যোদ্ধা নিহত হয়েছে বলে এক বিবৃতিতে জানান তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ।