নারায়ণগঞ্জে ফুটপাতে হকার বসানোকে কেন্দ্র করে সংঘর্ষে সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভীসহ আহত হয়েছেন শতাধিক।মঙ্গলবার বিকেলে নগরীর চাষাঢ়ায় ফুটপাতে হকার বসানোকে কেন্দ্র করে সাংসদ শামীম ওসমান, মেয়র আইভী সমর্থকদের সংঘর্ষে মেয়র আইভী, সাংবাদিকসহ শতাধিক আহত হয়েছেন।

এসময় দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ায় ঘটনায় পরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।পুলিশ পরিস্থতি নিয়ন্ত্রণে আনতে দুই শতাধিক শর্টগানের ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করেছে।এলাকাবাসী ও পুলিশ জানায়, সাংসদ শামীম ওসমান নগরীর ফুটপাতে বিকেল থেকে উচ্ছেদ করা হকারদের বসানোর ঘোষণা দেয়। এর প্রতিবাদে নগর ভবন থেকে পায়ে হেঁটে মেয়র আইভী তার নেতাকর্মীদের নিয়ে চাষাঢ়ায় এলাকায় যান।

এসময় মুক্তি জেনারেল হাসপাতালের সামনে পৌঁছালে সাংসদ শামীম ওসমানের সমর্থক ও হকাররা তাদেরকে লক্ষ্য করে ইটপাটলে নিক্ষেপ শুরু করে।এসময় শামীম ওসমানের ক্যাডার নিয়াজুল ইসলাম তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে।নেতাকর্মীরা আইভীর সামনে মানব ঢাল তৈরি করে তাকে রক্ষা করেÑ এরপর থেকে চলতে থাকে ধাওয়া পাল্টা ধাওয়া ইটপাটকেল নিক্ষেপের ঘটনা। বিকেল সাড়ে ৪টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ সংঘর্ষ চলে।

পুলিশের সঙ্গে শামীম ওসমান সমর্থক ও হকারদের ধাওয়া পাল্টা ধাওয়া পাটকেল নিক্ষেপে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এসময় নগরীর চাষাঢ়া থেকে দুই নং রেলগেইট পর্যন্ত বঙ্গবন্ধু সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।পরে হকারদের সমর্থনে সংসদ সদস্য শামীম ওসমান রাজপথে নেমে এসে হকারদের পক্ষ নিয়ে বঙ্গবন্ধু সড়কে অবস্থান নেন। আর আহত আইভী নারায়ণগঞ্জ প্রেসক্লাবে অবস্থান নেন।