রাজশাহীর পুঠিয়া উপজেলায় অভিযান চালিয়ে চার ‘জঙ্গিকে’ গ্রেপ্তার করেছে র‌্যাব।র‌্যাব ৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুল আলম জানান, উপজেলার ক্ষুদ্র জামিরা ও ভড়ুয়াপাড়া গ্রামে সোমবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন – ক্ষুদ্র জামিরা গ্রামের হায়াতুল্লা রুবেল ওরফে মাসুদ, আব্দুল রহিম, মিজানুর রহমান মেজা ও ভড়ুয়াপাড়া গ্রামের মুকুল হোসেন।র‌্যাব কর্মকর্তা মাহবুবুল মঙ্গলবার সাংবাদিকদের বলেন, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব জানতে পারে ক্ষুদ্র জামিরা গ্রামের বোরজাহানের কলাবাগানে আনসার আল ইসলামের সদস্যরা নাশকতা সৃষ্টির জন্য জড়ো হয়েছে। সেখানে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। আর তাদের দেওয়া তথ্যমতে ভরুয়াপাড়া থেকে আটক করা হয় মুকুলকে।মাসুদের কাছে দুটি, রহিমের কাছে দুটি, মিজানের কাছে একটি ও মুকুলের কাছে দুটি জিহাদি বই পাওয়া গেছে বলে তিনি জানান।আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে র‌্যাব কর্মকর্তা বলেন, আনসার আল ইসলামের কার্যক্রম অব্যাহত হয়েছে। র‌্যাব তাদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।