ঝিনাইদহ ক্যাডেট কলেজের ৫৩ তম আন্ত: হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা শুরু হয়েছে। শনিবার  সকালে শান্তির প্রতিক পায়রা ও বেলুন উড়িয়ে এ প্রতিযোগীতার উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ কর্ণেল সাদিকুল বারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ কর্ণেল সাদিকুল বারী’র সহধর্মীনি ডা: রেহনুমা আক্তার তমা। উদ্বোধন শেষে কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শণ করে ক্রীড়াবিদরা। পরে শুরু হয় ক্রীড়া প্রতিযোগীতা। শনিবার থেকে শুরু হওয়া এ অনুষ্ঠান শেষ হবে আগামী ২৬ ডিসেম্বর। ৩ দিন ব্যাপী এ প্রতিযোগীতায় কলেজের ৩০৭ জন ক্যাডেট ছোট ও বড় দলে ২৮ টি ইভেন্টে অংশ নিবে। খেলার সার্বিক তত্বাবধানে রয়েছেন কলেজের এ্যাডজুটেন্ট লে. কমান্ডার আসাদুজ্জামান নুর। শেষ দিনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন যশোর ৫৫ পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোঃ নাঈম আশফাক চৌধুরী।