সরকারিকরণের ‘এক দফা’ দাবিতে ঢাকায় বিক্ষোভ দেখিয়েছেন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।বুধবার জাতীয় প্রেস ক্লাব এলাকায় ‘বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির’ আহ্বানে এ বিক্ষোভ কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিতে যান তারা।বিক্ষোভ শেষে এক সমাবেশে সরকারিকরণের এক দফা দাবিতে এপ্রিল থেকে ঢাকা ঘেরাও কর্মসূচির ঘোষণার হুমকি দেন সমিতির প্রধান সমন্বয়কারী সামসুল আলম।

জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত বিভিন্ন আন্দোলনের কর্মসূচি ঘোষণা দিয়ে তিনি বলেন, দাবি আদায়ে আমরা মাঠে থাকব। এপ্রিলের ৩ তারিখে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে ঢাকা ঘেরাও কর্মসূচি ঘোষণা করব।অন্য কর্মসূচির মধ্যে ১৫ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি উপজেলা পর্যায়ে প্রেসক্লাবের সামনে এবং ১ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত জেলা পর্যায়ে প্রেসক্লাবের সামনে মানববন্ধনের ঘোষণা দেন সামসুল আলম।

প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদানের উদ্দেশ্যে সকালে তোপখানা রোডের শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে জড়ো হন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কয়েকশ শিক্ষক।বেলা ১২টার পর সেখান থেকে বের করা বিক্ষোভ মিছিল পল্টন মোড় ঘুরে প্রেস ক্লাব হয়ে কদম ফোরায়া হয়ে পুনরায় শিশুকল্যাণ পরিষদের সামনে গিয়ে শেষ হয়।বিক্ষোভে ‘এক দফা এক দাবি প্রাথমিক স্কুল হবে সরকারি, এক দেশে দুই নীতি, চলবে না চলবে না’ প্রভৃতি স্লোগান দেন শিক্ষকরা।পরবর্তীতে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল তেজগাঁওয়ের প্রধানমন্ত্রী কার্যালয়ে স্মারকলিপি দিতে যান।