মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র দেয়া তথ্যে রাশিয়ার সেইন্ট পিটার্সবার্গসহ কয়েকটি স্থানে সন্ত্রাসী হামলার পরিকল্পনা রুখে দিয়েছে রাশিয়ার নিরাপত্তা সংস্থার কর্মীরা। রাশিয়ার নিরাপত্তা সংস্থা এফএসবি’র দাবি, সেইন্ট পিটার্সবার্গের কাজান ক্যাথেড্রালসহ বেশ কিছু স্থানে বোমা হামলার পরিকল্পনা করছিলো জঙ্গিরা।
এক বিবৃতিতে এফএসবি জানায়, সংস্থাটিকে সিআইএ এ ব্যাপারে তথ্য দিয়ে সহায়তা করায় সন্ত্রাসী হামলা ঠেকানো সম্ভব হয়েছে। কিছু ঘটানোর আগেই বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরকসহ জঙ্গি সংগঠন কথিত ইসলামিক স্টেট (আইএস) সমর্থক একটি চক্রের ৭ জনকে গ্রেপ্তার করতে সফল হয়েছে সংস্থাটি।
গত শনিবারই হামলাটি চালানোর কথা ছিল বলে বিবৃতিতে জানায় এফএসবি। অন্যদিকে গ্রেপ্তারের ঘটনার পর ফোন করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সন্ত্রাসী হামলা বিষয়ে আগাম তথ্য দেয়ার জন্য ট্রাম্প প্রশাসনের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। রাশিয়ার নিরাপত্তা সংস্থাগুলোও যুক্তরাষ্ট্রে সম্ভাব্য সন্ত্রাসী হামলার যেকোন হুমকির তথ্য যুক্তরাষ্ট্রকে দেবে বলে আশ্বাস দেন পুতিন।
হোয়াইট হাউস থেকে দেয়া এক বিবৃতির বরাতে বিবিসি জানিয়েছে, সিআইএ’র দেয়া তথ্যের কারণে ঘটনা ঘটার আগেই রাশিয়ায় সন্ত্রাসীদেরকে আটক করা গেছে। নইলে এই হামলায় বিপুল সংখ্যক মানুষ নিহত হওয়ার আশঙ্কা ছিল। রোববার ক্রেমলিন থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, একটি সন্ত্রাসী দল পিটার্সবার্গের গীর্জা ও অন্যান্য পাবলিক প্লেসে বিস্ফোরণ ঘটানোর লক্ষ্যে কাজ করছিল। সিআইএ’র সহযোগিতায় সেই পরিকল্পনা বানচাল করা সম্ভব হলো বলে উল্লেখ করেন এফএসবি’র পরিচালক আলেক্সান্দার বোর্তনিকভ।