গাজীপুরে বিয়ে বাড়ি বেড়াতে এসে তিন সন্তানের জনক এক কাঠ মিস্ত্রি ওই বাড়ির বরের প্রতিবন্ধি বোনকে ধর্ষণ করেছে। এঘটনায় ধর্ষক ওই কাঠমিস্ত্রিকে পুলিশ বৃহষ্পতিবার গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতের নাম আলাউদ্দিন (৪০)। সে ভোলা জেলার তজুমুদ্দিন থানার লাম্বসি শ্যাম্বপুর এলাকার হোসেন আলীর ছেলে।

জয়দেবপুর থানার ওসি আমিনুল ইসলাম ও ধর্ষিতার মা জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের পদ হারবাইদ উত্তর পাড়া এলাকায় ফুপাতো ভাইয়ের বিয়ের অনুষ্ঠাণে যোগ দিতে আলাউদ্দিন ভোলা থেকে ফুপুর বাড়ি বেড়াতে আসে। তিন সন্তানের জনক আলাউদ্দিন পেশায় কাঠমিস্ত্রি। বুধবার রাতে ওই বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠাণ চলছিল। এসময় একটি ঘরে একা পেয়ে আলাউদ্দিন তার প্রতিবন্ধি ফুপাতো বোনকে (৩০) (বরের বোন) জোর পূর্বক ধর্ষণ করে। এসময় ধর্ষণের শিকার ওই নারীর চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এসে আলাউদ্দিনকে হাতে নাতে আটক করে। প্রতিবন্ধি ওই নারী শারিরীক ভাবে চলাফেরা ও কথা বলতে পারে না। এ ঘটনায় বৃহস্পতিবার ধর্ষণের শিকার ওই নারীর মা বাদী হয়ে জয়দেবপুর থানায় মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে পুলিশ আলাউদ্দিনকে গ্রেফতার করে এবং ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।