সন্ধ্যা শিশিরের উত্তাপে….
==============
ভালোবেসে রুপের গভীরে
অবগাহন করেছে উড়ুউড়ু মন
নরম সন্ধ্যার স্নিগ্ধতায়
প্রহর গুনেছে উষ্ণতার….!

ওষ্ঠ থেকে খসে পড়া চুম্বনের মগ্নতায়
কম্পমান হাত
পার হয়েছে বহুবার
প্রেমিকার বক্ষের সীমানা
তৃষ্ণা নেভানোর প্রতিশ্রুতি নিয়ে..!

শীতার্ত ধমনীতে এসেছে
এক সমুদ্র আকাঙ্ক্ষার উত্তাপ।
ভারসাম্যহীন মধ্যসন্ধ্যা
রাঙিয়ে একজোড়া লাল চোখ
রাত্রি রঙে বিব্রত করেছে
আমার অস্তিত্ব!

হে উন্মাদ, ভয়ংকর উষ্ণতা
লজ্জাহীন হৃৎপিন্ড
আরদ্ধ যাত্রার অবর্তনে
কেন করছো অবগাহন তীর্থের দিকে?

শীতের শিশিরে তৃষ্ণার উত্তাপে….!!

জাহিদ শরীফ নাসিম
ঢাকা: ৯-১২-২০১৭ ইং।