শুধু তোমার জন্য
শুধু তোমার জন্য, হে স্বাধীনতা,
শতক্রোশ দূরে বসেও
হু হু করে মোর প্রান,
তোমার জন্যই,
নব জ্যেষ্ঠের আমের ঘ্রানে
মন করে আনচান।
শুধু তোমার জন্য, হে স্বাধীনতা,
পূর্নিমার জোৎ¯œার ডাকে
বিবাগী হতে ছটফট করে মন,
তোমার জন্যই,
আজও বসন্তে কোকিলের ডাকে
উত্তাল হয় প্রান।
শুধু তোমার জন্য, হে স্বাধীনতা,
ঘুমহীন নিশি একা জেগে
দেই মহাকালের নিয়মে ধিক্কার,
তোমার জন্যই,
বলি “ মৃত্যু যদি দিতেই চাও,
এ মাটিতেই জনম দিও আবার।
শুধু তোমার জন্য, হে স্বাধীনতা,
প্রেমিক আজ আমি রুপবতী বাংলার,
তার কোলেই মৃত্যুতে হব ধন্য,
তোমার জন্য,
হে স্বাধীনতা,
শুধু তোমার জন্য।
রিপন হালদার