রাজধানীর বাড্ডার আফতাবনগরে গোয়েন্দা পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক নিহত হয়েছে। নিহত দুই যুবক বনানীতে জনশক্তি রপ্তানিকারক হত্যা মামলার আসামী বলে জানা গেছে। শুক্রবার ভোরে এই ঘটনা ঘটে। বাড্ডা থানা সূত্র জানায়, ভোরের দিকে আফতাবনগরের শেষ মাথায় গোলাগুলিতে দুই যুবক আহত হয়েছে বলে ডিবি পুলিশ বাড্ডা থানায় খবর দেয়।

পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে ডাক্তাররা তাদের মৃত ঘোষণা করেন। তবে সেখানে কী ঘটেছিল ও নিহত দুই যুবকের নাম-পরিচয় জানাতে পারেনি বাড্ডা থানা পুলিশ, নিহত দুই যুবকের লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।