ভাস্কর চৌধুরী একজন প্রবীণ চিত্রশিল্পী ও লেখক। তিনি দু’টি খেরোখাতায় সমাজের সুন্দর ও অসুন্দর ঘটনাচিত্র সংরক্ষণ করেন। পূর্ণগ্রাসের কাল- শিরোনামের সামাজিক অসঙ্গতির খেরোখাতাটি একবার রহস্যজনকভাবে হারিয়ে যায়। আবার রহস্যজনকভাবে ফেরতও পান। যেদিন ফেরত পান সেদিন জঙ্গিরা তাকে হত্যা করতে আসে। তারাই খেরোখাতাটি চুরি করেছিল। কিন্তু জঙ্গিরা তার অস্ত্রহীন যুদ্ধকৌশলের কাছে পরাজিত হয়। এটি একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের গল্প। নাম- পূর্ণগ্রাসের কাল। যার প্রধান চরিত্রে অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়। ৪০ মিনিটের এ স্বল্পদৈর্ঘ্যটি পরিচালনা করেছেন জায়েদ সিদ্দিকী।

তিনি বলেন, খেরোখাতা দু’টি দুঃসময় ও সম্ভাবনাময় সময়ের বিপরীত দলিল। ভাস্কর চৌধুরীর মানস, লেখা ও চিত্রকর্ম ডায়েরির দ্বান্দ্বিকতায় প্রভাবিত এটি। সেগুলো অন্যায়, অস্থিরতা ও সন্ত্রাসবাদের বিপক্ষে। মুক্ত বিশ্ব, মুক্ত চিন্তা ও মানবতার স্বপক্ষে। জঙ্গিরা তাকে আক্রমণ করলেও পরাভূত করেতে পারে না। তার যুদ্ধের ধরন ভিন্ন, সুকুমার বৃত্তিই তার অস্ত্র।ছবিটির মুল ভাবনা ও চিত্রনাট্য করেছেন পরিচালক নিজেই। গল্প ও সংলাপ লিখেছেন হেলাল মহিউদ্দিন।এতে আরও অভিনয় করেছেন কামাল আহমেদ, মনিরুজ্জামান মনি, কৌশিক সাহা, আবিদ আজাদ, ফাতেমা তুজ জোহরা, হিরা চাকমা ও খন্দকার বদরুল আলম।২০১৮ সালের জানুয়ারি মাসে দেশে ও বিদেশে একই সঙ্গে বিভিন্ন মাধ্যমে ছবিটি মুক্তি দেওয়া হবে।