রাষ্ট্রায়ত্ব জনতা ব্যাংক লিমিটেডের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হয়েছেন মো. আব্দুছ ছালাম আজাদ। গত মঙ্গলবার তিনি ব্যাংকটির ম্যানেজিং ডিরেক্টর হিসেবে যোগদান করেন।এর আগে তিনি একই ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং তারও আগে তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকে উপ-ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেছেন। আব্দুছ ছালাম আজাদ ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছিলেন।

১৯৮৩ সালে সিনিয়র অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে মো. আব্দুছ ছালাম আজাদ জনতা ব্যাংকে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। তিনি এই ব্যাংকের মাঠ পর্যায়ের বিভিন্ন শাখার প্রধানসহ বিভিন্ন কর্মস্থলে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি প্রধান কার্যালয়সহ বিভিন্ন শাখা ও ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। দেশে বিদেশে অনুষ্ঠিত বিভিন্ন ওয়ার্কশপ, সেমিনারেও তিনি অংশগ্রহণ করেন।তিনি পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষা পাশ করার পর রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষা ও সাহিত্যে সম্মান ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। মো. আব্দুছ ছালাম আজাদ ১৯৫৮ সালে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার চর নবীপুর গ্রামে জন্মগ্রহণ করেন।