পিরোজপুর- –বরিশাল আঞ্চলিক মহাসড়কের পিরোজপুরের কঁচা নদীতে চলাচলকারী ইউলিটি-৩৬ফেরীকে একটি জাহাজ ধাক্কা দিলে তার একাংশ ডুবে গেছে।এসময় ফেরীতে থাকা একটি বাস ও তিনটি ট্রাক নদীতে পড়ে গেছে। মঙ্গলবার রাত ১টার দিকে এ দূর্ঘটনা ঘটে। তবে এতে কোন প্রান হানীর কোন খবর পাওয়া যায়নি। পিরোজপুর সড়ক বিভাগের উপ সহকারী ও ফেরীর দায়িত্বে থাকা আঃ হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন। মাঝ নদীতে ফেরীটিকে একটি লাইটারেজ জাহাজ ধাক্কাদেয়। ধাক্কা দেয়াকালে জাহাজে কোন বাতি ছিলনা।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান জানান, ফেরীটি কঁচানদীর মাঝ বরাবর গেলে বাগেরহাটের দিক থেকে আসা একটি লাইটারেজ জাহাজ রাত ১টার দিকে ফেরীটিকে ধাক্কাদেয়। এতে ফেরীর একটি ইঞ্জিন বিকল হয়ে যায়। এসময় ফেরীতে থাকা অন্য ইঞ্জিনদিয়ে ফেরীটি চালিয়ে তা পূর্ব উত্তর কিনারে থাকা বেকুটিয়া এলাকার চড়ে উঠিয়ে দেয়। ওসি জানান, দূর্ঘটনার খবরপেয়ে দমকল বিভাগের কর্মী,। এরপর তিনি বলেন, ফেরীতে থাকা যাত্রীদের কোন প্রানহানী ঘটেনি। ফেরীতে ট্রাকে ৫০টির মত গরুছিল তা কিনারে আনা হয়েছে। এছাড়া ট্রাকে থাকা গ্যাসের পাচঁ শতাধিক সিলিন্ডার উদ্ধার করা হয়েছে। কাউখালী দমকল বিভাগের ইনচার্জ আবুবক্কর সিদ্দিক জানান, জাহাজের ধাক্কায় ফেরীর একাংশ ফেটে পানি ঢুকেছে। এসময় ফেরীতে থাকা একটি বাস ও তিনটি ট্রাক নদীতে পড়েগেছে বলে জানান তিনি। চালক দ্রুত গতিতে ফেরীটি চালিয়ে নিয়ে চরে উঠিয়েদেয়। একারনে বড় কোন দূর্ঘটনার হাত থেকে ফেরীর যাত্রীরা রক্ষা পেয়েছে।কাউখালী থানার ওসি মনিরুজ্জামান জানান, ফেরীকে ধাক্কা দেয়া লাইটারেজ জাহাজটি পালিয়েগেছে । সেটিকে আটকের চেষ্টা চলছে। পিরোজপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকেীশলী মোঃ নজরুল ইসলাম জানান, ক্রেনদিয়ে ফেরীতে থাকা ট্রাকগুলো উদ্ধার কাজ চলছে।এ দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছে পিরোজপুরের জেলা প্রশাসকক খায়রুল আলম সেখ ,পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির,এবং কাউখালী উপজেলা নিবার্হী কর্মকাতা ইসরাত জাহান।