“কেমন হয় মা?”

তোমাকে দেখিনি আমি, দেখেছি তোমার বেশ।
ঐ লাল টিপ আর লাল শাড়িতে,
তুমিই আমার বাংলাদেশ।

টিপটিপ বৃষ্টি,আহা কি মিষ্টি।
এ হাসি বিধাতা তোমার স্বজতনের সৃষ্টি!

ছবিই আমার মা। এর বেশি আমি কিছুই জানি না।

ইচ্ছে করে ছুঁতে। বুকে জড়িয়ে নিতে।
কল্পনাতে প্রতিদিন আসো,
কতইনা ভালোবাসো!

তখন বয়স কতইবা, হয়তবা আমার পাঁচ।
কেমন করে বিদায় নিলে মাগো,
একটুও পাইনি আমি আঁচ!

মন খারাপের রাতে,বারান্দার ঐ বাঁকে।
এদিক, ওদিক আর সেদিক
নিশ্বাসে,আর বিশ্বাসে,
তোমায় খুঁজি মাগো,
বুক ছেঁড়া দীর্ঘশ্বাসে!

কোনদিনও জড়িয়ে ধরিনি,
পাইনি তোমার গন্ধ।

কেমন হয় মা,কেমন তাঁর মায়া।
তাই এতোগুলো বছর পরেও
সব আমার অজানা।

সব আছে,সব কিছুই।
মা হারানোর শূন্যতা তবুও হাঁটে আমার পিছুপিছু।

সব কিছুর পরে, এ দেশের তরে।
সবুজ মাঠ, লাল টিপ আর লাল শাড়ির পারে
তোমায় খুঁজি মাগো,
আমার প্রতিটা নিঃশ্বাসে
আর তুমি আছো আমার সাথে
এ বিশ্বাসে।

যেখানে থাকো ভালো থেকো মাগো।
দূর থেকে আদর করে দিও।
যখন আমার থাকবে না কেউ।

আজ আমার মন খারাপ মা।
কাউকেনা,
তোমাকেই বারবার মনে পরছে।

নাহার নাজমুন
০৫/১২/২০১৭