জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ এমপি আজ সকাল সাড়ে নয়টায় বিজি- ৮৪ ্িবমানযোগে মেডিকেল চেকআপের জন্যে পাঁচ দিনের সফরে সিঙ্গাপুরের উদ্দেশ্যে হযরত শাহ্ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। সাবেক রাষ্ট্রপতির সফর সঙ্গী হিসেবে রয়েছেন পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রী ও পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি, নাসরিন জাহান রতনা এমপি, মেজর মোঃ খালেদ আখতার (অবঃ) এবং আলহাজ্ব শফিকুল ইসলাম সেন্টু। তিনি আগামী ৭ নভেম্বর ২০১৭ তারিখে দেশে ফিরে আসবেন।

সাবেক রাষ্ট্রপতি এরশাদকে বিদায় জানাতে হযরত শাহ্্ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ এমপি, মোঃ আবুল কাশেম, গোলাম কিবরিয়া টিপু, মজিবুর হক চুন্নু এমপি, নূর-ই- হাসনা লিলি চৌধুরী এমপি, মাসুদ পারভেজ সোহেল রানা, সৈয়দ মোহাম্মদ আব্দুল মান্নান, এস এম ফয়সল চিশতী, মোঃ আযম খান, পার্টির ভাইস চেয়ারম্যান বাহাউদ্দিন আহমেদ বাবুল, নূরুল ইসলাম নূরু, যুগ্ম মহাসচি নূরুল ইসলাম ওমর এমপি, সাংগঠনিক সম্পাদক মোঃ আমির হোসেন ভূঁইয়া এমপি, মোঃ জসিম উদ্দিন ভূঁইয়া, প্রাদেশিক বিষয়ক সম্পাদক এ্যাডঃ নূরুল ইসলাম তালুকদার এমপি, কেন্দ্রীয় নেতা, অধ্যক্ষ এ.কে.এম. মাহবুবুল আলম মিঠু, ইঞ্জিনিয়ার এম এ সাত্তার, পীর মোঃ ফজলুর রহমান এমপি, ঢাকা মহানগর উত্তরের সিনিয়র সহ-সভাপতি মোঃ আবুল খায়ের, শাহানারা বেগম এমপি, সৈয়দ ইফতেখার আহসান হাসান, কর্ণেল শাব্বির আহমেদ (অবঃ), মোঃ আবু তৈয়ব ও শাহাবুদ্দিন আহমেদ বাচ্চু প্রমুখ নেতৃবৃন্দ।