পাবনার ঈশ্বরদীর রুপপুরে পেশাগত দায়িত্ব পালনকালে ৪ গণমাধ্যম কর্মিকে পেটানোর ঘটনায় ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু এমপি’র ছেলে যুবলীগ নেতা শিরহান শরীফ তমালসহ তার ক্যাডারদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তবে পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। বুধবার রাতে ঈশ্বরদী থানায় এই মামলা দায়ের হয়েছে বলে নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিম উদ্দিন। মামলার বাদী হয়েছে হামলার শিকার ডিবিসি নিউজের পাবনা প্রতিনিধি পার্থ হাসান। মামলা নং ৭০, তাং ২৯.১১.১৭।

মামলার বাদী পার্থ হাসান জানান, জেলা আওয়ামীলীগের সভাপতি, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে শিরহান শরীফ তমাল, রুপপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাজিব সরকারসহ অজ্ঞাত ২৫/৩০ জনের নামে এই মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কমিটির সম্পাদক এবং পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী সুপ্রীম কোর্টের আইনজীবি রবিউল আলম বুদুর গাড়ী রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন রুপপুর নতুনহাট মোড় এলাকায় পৌঁছালে ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি, মন্ত্রীপুত্র শিরহান শরীফ তমালের নেতৃত্বে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের ৩০/৪০ জনের একদল ক্যাডার ওই গাড়ীতে হামলা চালিয়ে ভাংচুর করে। এ সময় প্রধানমন্ত্রীর আগমনের প্রস্তুতি মূলক সংবাদ সংগ্রহে থাকা সময় টিভির প্রতিনিধি সৈকত আফরোজ আসাদ, এটিএন নিউজের রিজভী রাইসুল জয়, ডিবিসি নিউজের প্রতিনিধি পার্থ হাসান ও সময় টিভির ক্যামেরাপারসন মিলন হোসেন ভিডিও চিত্র ধারণ করতে থাকে। ভূমিমন্ত্রীর ছেলের নেতৃত্বে থাকা ওইসব ক্যাডার বাহিনী এ সময় সাংবাদিকদের উপর হামলা চালায় ও বেধড়ম মারপিট করে এবং ক্যামেরা, ল্যাপটপ ভাংচুর করে। এতে ওই ৪ সাংবাদিক গুরুতর ভাবে আহত হয়। তাদেরকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম বলেন, আসামী যেই হোক তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। ইতোমধ্যে পুলিশ আসামীদের ধরতে অভিযান চালাচ্ছে বলে ওসি জানান।