বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং সার্ক কালচারাল সেন্টার এর পৃষ্ঠপোশকতায় আগামী ৩০ নভেম্বর ২০১৭ তারিখ হতে ৩ ডিসেম্বর ২০১৭ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে সার্ক হস্তশিল্প প্রদর্শনী ও কর্মশালা ২০১৭ ও সার্ক ঐতিহ্যবাহী নৃত্য উৎসব ২০১৭ এর উদ্বোধনী অনুষ্ঠান আগামীকাল ৩০ নভেম্বর ২০১৭ বিকাল ৫:৩০ মি. একাডেমির নন্দনমঞ্চে অনুষ্ঠি হবে এবং উক্ত অনুষ্ঠানের সমাপনী আয়োজন আগামী ৩ ডিসেম্বর ২০১৭ বিকাল ৫:৩০মি. একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
আগামীকাল ৩০ নভেম্বর ২০১৭ বিকাল ৫.৩০মি. একাডেমি প্রাঙ্গণ নন্দনমঞ্চে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জনাব মো: ইব্রাহীম হোসেন খান উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সার্ক কালচারাল সেন্টারের পরিচালক জনাব ওয়াসান্তে কতোয়ালা এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী।
সার্ক হস্তশিল্প প্রদর্শনী ও কর্মশালা ২০১৭ ও সার্ক ঐতিহ্যবাহী নৃত্য উৎসব ২০১৭ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আজ উপস্থিত ছিলেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী (1) Mr. Wasanthe Kotuwella, Director, SAARC Cultural Centre, (2) Ms. Kishani Jayasinghe Wijayasekara, Deputy Director, SAARC Cultural Centre, (3) Mr. K K Gumathilaka, Administrative Officer, SAARC Cultural Centre, (4) Mr. Nadarajah Harisnath, Programme Assistant, SAARC Cultural Centre. একাডেমির সকল বিভাগীয় পরিচালক ও কর্মকর্তাবৃন্দ।
ভুটান, মালদ্বীপ, শ্রীলংকা, ভারত ও বাংলাদেশসহ ৫টি দেশ সার্ক হস্তশিল্প প্রদর্শনী ও কর্মশালা ২০১৭ ও সার্ক ঐতিহ্যবাহী নৃত্য উৎসব ২০১৭ অংশগ্রহণ করবেন। একাডেমির জাতীয় চিত্রশালা প্লাজায় সার্ক হস্তশিল্পের প্রদর্শনী এবং সেমিনার কক্ষে ৩০ নভেম্বর ২০১৭ তারিখ হতে ২ ডিসেম্বর ২০১৭ তারিখ প্রতিদিন বিকাল ৩:০০মি. থেকে ৫:০০মি. পর্যন্ত সেমিনার অনুষ্ঠিত হবে। সার্ক হস্তশিল্প প্রদর্শনী ও কর্মশালা ২০১৭ তে অংশগ্রহণকারী শিল্পীবৃন্দ: (1) Ms. Sonam (Bhutan), (2) Ms. Damber Kumari Baraily (Bhutan), (3) Mr. Abdulla Mohamed (Maldives), (4) Ms. Suneetha Mohamed (Maldives), (5) Ms. Hawwa Zahir (Maldives), (6) Mr. Ahsam Fareed (Maldives), (7) Mr. Assad Amir (Maldives), (8) Mr. Indika Udayanga (Sri Lanka), (9) Mrs. M.A. Maduka Dilhani (Sri Lanka), (10) Mr. Ranuka Prasad Wijesinghe (Sri Lanka), (11) Sree Sanjoi Kumar Pal (Bangladesh), (12) Hosne Ara (Bangladesh), (13) Sree Getesh Chandra Das (Bangladesh), (14) Birandra Chandra Sutradhar (Bangladesh), (15) Md. Manik Sarker (Bangladesh), (16) Md. Anower Hossain (Bangladesh), (17) Sree Sanker Malakar (Bangladesh), (18) Md. Abdul Awal Molla (Bangladesh), (19) Md. Shajahan Miah (Bangladesh), (20) Namita Chakrabarti (Bangladesh), (21) Md. Yamin Khan (Bangladesh), (22) Md. Moniruzzaman (Bangladesh)..
জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে আগামী ১ ডিসেম্বর ২০১৭ হতে ২ ডিসেম্বর ২০১৭ তারিখ সকাল ১০:০০টা হতে বিকাল ৫:০০টা. পর্যন্ত অনুষ্ঠিত হবে নৃত্য কর্মশালা। ঐতিহ্যবাহী নৃত্য উৎসব ও কর্মশালায় অংশগ্রহণকারী শিল্পীবৃন্দ: (1) Mr. Ranjit Kumar Gogoi (India), (2) Miss. Mususumi Borah (India), (3) Mr. Pranjit Saikia (India), (4) Miss. Nivarani Baruah (India), (5) Mr. Kunzang Thienly (Bhutan), (6) Mr. Pema Samdrup (Bhutan), (7) Mrs. Sangay Wangmo (Bhutan), (8) Mr. Tandin (Bhutan), (9) Mr. Sherab Tharchen (Bhutan), (10) Mr. Kinzang Gyeltshen (Bhutan), (11) Mr. Kariyawasam Madakakada gamage Jayantha (Sri Lanka), (12) Mr. Palaweni Arachchige Dilshan Kanisha Perera (Sri Lanka), (13) Mr. Wirasingha Mushiyanselage Danishka Chathil (Sri Lanka), (14) Mr. Kahawela Mudiyanselage Wsantha Madhuranga (Sri Lanka), (15) Mr. Muthugal Pedige Thushan Lakshitha Rajathissa (Sri Lanka), (16) Mr. Konage Koralalage Lahiru Sawan Chanuka Bandara (Sri Lanka), (17) Mr. Migel Perera Matharn Mahawidhanage Sajitha (Sri Lanka).
বাংলাদেশের খ্যাতনামা নৃত্যশিল্পীরাও কর্মশালা এবং উৎসবে অংশগ্রহণ করবেন। এছাড়াও এ আয়োজনকে দৃষ্টি নন্দন করার লক্ষে ৩০ নভেম্বর ২০১৭ তারিখ হতে ৩ ডিসেম্বর ২০১৭ তারিখ পর্যন্ত বিদেশী শিল্পী এবং বাংলাদেশী শিল্পীদের সমন্বয়ে প্রতিদিন বিকাল ৪.৩০টায় একাডেমি প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে মনোমুগ্ধকর পরিবেশনা।