নবান্ম উৎসবের মাধ্যমে মৌলভীবাজারে আমন ধান কাটা শুরু হয়েছে। বুধবার জেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলার জগন্নাথপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে দিনব্যাপী নবান্ন উৎসব অনুষ্ঠিত হয়েছে। নবান্ন উৎসবের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ আশফাকুর রহমান। নবান্ন উৎসবে ছিল, মাঠ পরিদর্শন, ধানকাটা, পিঠাপুলি উৎসব, ঘুড়ি উড়ানে, যেমন খুশি সাজো, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ গ্রামীন ঐতিহ্যবাহী খেলাধুলা।

এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার আনোয়ারুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শাহজাহান, জেলা প্রাথমিক কর্মকর্তা মোঃ আব্দুল আলীম, জগন্নাথপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা জহুরা বিউটি সহ স্থানীয় কৃষক। নবান্ন উৎসব অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।