পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, দেশে গুম-অপহরণ নতুন কিছু না। প্রাচীন আমল থেকে এই অপরাধ হয়ে আসছে। শুক্রবার দুপুরে চাঁদপুরের পুলিশ লাইনে চাঁদপুর পৌরসভার অর্থায়নে প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত অত্যাধুনিক গেট উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।সম্প্রতি দুটি নিখোঁজের ঘটনা সম্পর্কে আইজিপি শহীদুল হক বলেন, ‘আমরা ৭৫ ভাগ অপহরণের ঘটনার রহস্য ও ভিকটিমকে উদ্ধার করতে পেরেছি। বাকি ২৫ ভাগ নানা কারণে সম্ভব হয়নি। বর্তমানে যে দুটি নিখোঁজের ঘটনা ঘটেছে, তাদের উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।শহীদুল হক বলেন, বাংলাদেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিদেশিরা প্রশংসা করেছে। কদিন আগে বাংলাদেশে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের যে সম্মেলন হয়েছে, সেখানে প্রায় ৫০০ বিদেশি অংশ নিয়েছেন। তাঁরা বর্তমানে বাংলাদেশের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।বিশ্ববিদ্যালয় শিক্ষক ও সাংবাদিক নিখোঁজে দেশে আলোচনার মধ্যে শুক্রবার চাঁদপুরে আইজিপি এ মন্তব্য করেন।নিখোঁজ, গুম, অপহরণ বিষয়গুলো আজকের নয়, এটি ব্রিটিশ আমল থেকেই চলছে। এর জন্য পেনাল কোড তৈরি হয়েছে।

আজকের যেসব গুম, অপহরণ ও নিখোঁজের ঘটনা ঘটছে তা বিচ্ছিন্ন ঘটনা নয় উল্লেখ করে তিনি বলেন, আমরা এর জন্য তৎপর রয়েছি। আর এই ধরনের ঘটনায় আমরা ৭৫ ভাগই সফলতা পাই, ২৫ ভাগ পাওয়া যায় না। তবে সেই ২৫ ভাগ পাওয়ার ক্ষেত্রে আমরা সবসময় তৎপর থাকি।সম্প্রতি নিখোঁজ হন নর্থ সাউথ ইউনিভার্সিটির সমাজতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মুবাশ্বার হাসান সিজার ও সাংবাদিক উৎপল নিখোঁজ হন।এ বিষয়ে তিনি বলেন, এসব ঘটনার মোটিভ উদ্ধারে আমাদের পুলিশ বাহিনী তৎপরতা চালিয়ে যাচ্ছে। এতে আমরা অবশ্যই সাফল্য পাব।অতীতের চাইতে বর্তমানে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা অনেক উন্নত বলে দাবি করেন তিনি।আইন-শৃঙ্খলা ভালো বলেই কমনওয়েলথসহ বিভিন্ন আন্তর্জাতিক অনুষ্ঠান ও খেলাধুলার পরিবেশ ভালো ছিল।সকালে চাঁদপুর পুলিশ লাইনসে নবনির্মিত ফটক উদ্বোধন, পুলিশ লাইনস্ জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন ও মুক্তিযুদ্ধের ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন আইজিপি।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এস এম মনিরুজ্জামান, চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার, জেলা পরিষদ চেয়ারম্যান ওচমান গনি পাটওয়ারী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাসুদুর রহমান প্রমুখ।