বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে বিশ্বের গুরুত্বপূর্ণ প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কো। স্থানীয় সময় সোমবার ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত ইউনেস্কোর সদর দপ্তরে সংস্থাটির মহাপরিচালক (ডিজি) ইরিনা বোকোভা এই ঘোষণা দেন।

এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বার্তা সংস্থা ইউএনবিকে বলেন, ‘আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে বিশ্ব এখন আরো বড় পরিসরে জানবে।’ ১৯৭১ সালের ৭ মার্চ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে (তৎকালীন রেসকোর্স ময়দান) ঐতিহাসিক ভাষণ দেন বঙ্গবন্ধু। ওই ভাষণে স্বাধীনতাকামী মানুষের উদ্দেশে সংগ্রামের প্রস্তুতির ডাক দিয়ে তিনি বলেন, ‘আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তার অধিকার চায়।…এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’

বঙ্গবন্ধুর ওই ভাষণ সমগ্র বাঙালি জাতিকে উদ্দীপ্ত ও অনুপ্রাণিত করে। এর পরই বাঙালি মুক্তিসংগ্রামে অংশগ্রহণের প্রস্তুতি নিতে থাকে। দেশের বিভিন্ন জাতীয় দিবসে বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ভাষণ বাজিয়ে শোনানো হয়। আন্তর্জাতিক উপদেষ্টা কমিটি (আইএসি) বিশ্বের গুরুত্বপূর্ণ প্রামাণ্য ঐতিহ্যের তালিকা প্রস্তাব করে থাকে। পরে সেটি যাচাই-বাছাই করা হয়। গত ২৪ থেকে ২৭ অক্টোবর ওই কমিটির বৈঠকে ৭ মার্চের ভাষণকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই তালিকায় বিশ্বে এখন পর্যন্ত মোট ৪২৭টি নথি যুক্ত হয়েছে।