রাজধানীর রমনা থানাধীন বড় মগবাজারের ডাক্তার গলি এলাকায় একটি ডাস্টবিনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ রোববার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। বিস্ফোরণে কেউ হতাহত হয়নি। পুলিশের ভাষ্য, ডাস্টবিন থেকে ময়লা সরানোর সময় বোমা বিস্ফোরিত হয়। পরে স্থানীয় লোকজন বিষয়টি পুলিশকে জানান। পুলিশ সেই ডাস্টবিন থেকে আরো চারটি তাজা বোমা উদ্ধার করে।

রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম জানান, ওই বিস্ফোরণের পর এলাকাবাসী আতঙ্কিত হয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ পুরো এলাকাটি ঘিরে ফেলে এবং বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেয়। ওই ইউনিট ডাস্টবিনে পড়ে থাকা আরো চারটি বোমা উদ্ধার করে। ওসি আরো জানান, ওই চারটি বোমা নিষ্ক্রিয় করতে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট কাজ করছে।