কক্সবাজারে বাংলাদেশি এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে রোহিঙ্গাদের বিরুদ্ধে। এ ঘটনায় এক নারীসহ ২ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে রামু উপজেলার খেদার ঘোনা এলাকায় এ হত্যাকাণ্ড হয়। পুলিশ জানায়, সামাজিক বনায়নের বাগান পাহারা দিচ্ছিলেন আব্দুর জব্বার নামে স্থানীয় এক ব্যক্তি। এ সময় হাফেজ জিয়াবুল হক ও তার ফুফু বেওয়ালা খাতুন তাকে ডেকে নিয়ে কুপিয়ে জখম করে।

গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে নেয়ার পথে তার মৃত্যু হয়।