যাত্রাপথে কয়েকবার হামলার শিকার হয়ে ১১ ঘণ্টা পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহর চট্টগ্রাম শহরে প্রবেশ করেছে। রাত সাড়ে ৯টার দিকে গাড়িবহর চট্টগ্রামে পৌঁছায়। তবে সার্কিট হাউজে পৌঁছে সোয়া ১০টায়। রাতে তিনি এখানে অবস্থান করবেন। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের জন্য বেগম খালেদা জিয়া গাড়িবহর নিয়ে গুলশানের নিজ বাসা থেকে কক্সবাজারে পথে যাত্রা শুরু করেন সকাল ১০টা ৪০ মিনিটে।
সড়ক পথে যাত্রায় খালেদা জিয়ার বহরকে স্বাগত জানায় দলীয় নেতাকর্মীরা। খালেদা জিয়াকে একনজর দেখতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে বিভিন্ন পয়েন্টে প্ল্যাকার্ড হাতে তাদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। স্থানীয় নেতা কর্মীদের মিছিল স্লোগানে সরব হয় মহাসড়ক। পরে বিক্ষিপ্ত হামলা শুরু । বিকেলে ফেনীতে গাড়িবহরে ব্যাপক হামলা চালায় দুর্বৃত্তরা। সেসময় বিএনপি নেতাদের গাড়ি ছাড়াও একাত্তর, বৈশাখী, ডিবিসি, চ্যানেল আইসহ বেশ কিছু টেলিভিশনের গাড়িতে ভাঙচুর চালানো হয়। দুজন সাংবাদিককে মারধর ও ক্যামেরা ভাঙচুর করা হয়।
সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে চট্টগ্রামের মীরসরাইয়ে আবারো হামলা হয় বলে অভিযোগ করেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার। তখন বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে বলে তিনি জানান। দিদার বলেন, নেতাকর্মীদের বহনকারী আরও একটি গাড়িতে হামলা হয়েছে। বিএনপির অভিযোগ, সকাল থেকে মীরসরাইয়ের বিভিন্ন পয়েন্টে রাস্তায় ব্যারিকেড দিয়ে রাখে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। পুলিশের সহায়তায় এসব ব্যারিকেড সরিয়ে চট্টগ্রাম শহরের দিকে এগিয়ে যায় বিএনপি প্রধানের গাড়িবহর।
ফেনীতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার জন্য আওয়ামী লীগকে দায়ী করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘আওয়ামী লীগের লেলিয়ে দেয়া গুণ্ডা-বাহিনী এই হামলা চালিয়েছে।’ ফখরুল বলেন, ‘এই ঘটনা জড়িতদের গ্রেফতার করে অতি দ্রুত বিচারের আওতায় আনতে হবে।’যাত্রাপথে কয়েকবার হামলার শিকার হয়ে ১১ ঘণ্টা পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহর চট্টগ্রাম শহরে প্রবেশ করেছে। রাত সাড়ে ৯টার দিকে গাড়িবহর চট্টগ্রামে পৌঁছায়। তবে সার্কিট হাউজে পৌঁছে সোয়া ১০টায়। রাতে তিনি এখানে অবস্থান করবেন।