আইএস এর তথাকথিত ‘খিলাফতের’ রাজধানী সিরিয়ার রাক্কা শহর পুরোপুরি দখলে নিয়েছে যুক্তরাষ্ট্র-সমর্থিত সিরীয় কুর্দি ও আরব জোটের যোদ্ধারা। চারমাস লড়াইয়ের পর যুদ্ধ অবসানের ঘোষণা দিয়েছে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস। মঙ্গলবার রাক্কার স্টেডিয়ামে পতাকা উড়িয়েছে যুক্তরাষ্ট্র-নেতৃত্বাধীন মিলিশিয়া বাহিনী। শহরের আনাচে-কানাচে আর কোন জিহাদি সেল রয়েছে কিনা তা এখন খুঁজে দেখা হচ্ছে এবং ভূমিমাইন অপসারণের কাজ চলছে বলে জানিয়েছেন এসডিএফ মুখপাত্র।
সিরিয়ার যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণ সংগঠন ‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ বলেছে, শহরটি এখন সম্পূর্ণ আইএস জঙ্গিমুক্ত। যুক্তরাষ্ট্রের-নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের সমর্থনে এসডিএফ জুন মাস থেকে রাক্কায় লড়াই চালিয়ে আসছে। কুর্দি যোদ্ধাদেরকে বিজয় উদযাপন করতে এবং সড়কে বিজয় মিছিল করতে দেখা গেছে। ২০১৪ সালের শুরুর দিকে রাক্কা দখল করেছিল আইএস। তখনই শহরটিকে আইএস-এর ‘খিলাফতের’ রাজধানী হিসেবে ঘোষণা করে।