“দেশ আমার, ভাবনা আমার” এ শ্লোগানকে সামনে রেখে ভবিষ্যতে বজ্রপাতের আঘাত প্রতিরোধে ঝিনাইদহে ১ লাখ তাল বীজ রোপনের উদ্বোধন করা হয়েছে। রোববার বিকেলে সদর উপজেলার গান্না ইউনিয়নে এ তাল বীজ রোপনের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় গান্না ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন মালিতা’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক আবু ইউসুফ মো: রেজাউর রহমান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা ড. খান মোহাম্মদ মনিরুজ্জামান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রোকনুজ্জামান। এসময় ওই ইউনিয়নের সদস্যসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন মালিতা জানান, ভবিষ্যতে বজ্রপাতের আঘাত থেকে বাঁচতে এই ইউনিয়নের বিভিন্ন গ্রামের রাস্তায় চলতি বছরের মধ্যে ১ লাখ তালের বীজ রোপন করে তাল ইউনিয়ন হিসেবে গড়ে তোলা হবে।