রাজধানী পিয়ংইয়ংয়ের রকেট উৎক্ষেপণ কেন্দ্র থেকে হঠাৎ বেশ কয়েকটি মিসাইল সরিয়ে নিয়েছে উত্তর কোরিয়া এমনটাই দাবি করেছে দক্ষিণ-কোরিয়ান ব্রডকাস্টিং সিস্টেম (কেবিএস)। এমন সময় এ খবর পাওয়া গেল, যখন উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র ইস্যুতে উস্কানিমূলক কর্মকান্ড চালাতে পারে এমন ভাবনায় উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। জানা গেছে, দক্ষিণ কোরিয়া ও মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা পিয়ংইয়ংয়ের উত্তরে সানুম-ডংয়ে অবস্থিত উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র গবেষণা ও উন্নয়ন কেন্দ্র থেকে ক্ষেপণাস্ত্র স্থানান্তর সনাক্ত করতে সক্ষম হয়েছে। যদিও প্রতিবেদনে ক্ষেপণাস্ত্রগুলো কখন এবং কোথায় সরিয়ে নেয়া হয়েছে তা উল্লেখ করা হয়নি।
প্রতিবেদনে আরো বলা হয়, ক্ষেপণাস্ত্রগুলো হতে পারে মধ্যম মাত্রার হুয়াসং-১২ অথবা আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হুয়াসং-১৪। তবে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে সে এলাকায় কোন অস্বাভাবিক কর্মকান্ড লক্ষ্য করা যায়নি বলে জানানো হয়। উল্লেখ্য, দক্ষিণ কোরিয়া আশঙ্কা প্রকাশ করছে ১০ অক্টোবর উত্তর কোরিয়ার কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী অথবা ১৮ অক্টোবর চীনের কমিউনিস্ট পার্টির কংগ্রেস উপলক্ষ্যে দেশটি আরো উস্কানিমূলক কর্মকান্ড চালাতে পারে।