নিখোঁজের দুই দিন পর জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ রুকুনুজ্জামান রুকনকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে উদ্ধার করে ঢাকায় আনা হয়েছে।বুধবার রাতে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ৬০১নং কেবিনে ভর্তি করা হয়েছে মেয়রকে।
হার্টের সমস্যা, উচ্চ রক্তচাপের কারণে তিনি শারীরিকভাবে অসুস্থ বলে জানিয়েছেন মেয়রের বড় ভাই মো. সাইফুল ইসলাম টুকন।তিনি জানান, ছোট ভাই রুকন সোমবার সকালে ঢাকার উত্তরার ১৩ নম্বর সেক্টরের ৬০ নম্বর বাসা থেকে বের হয়ে স্থানীয় পার্কে যায়। সেখানে তার জন্য একজন লোক অপেক্ষা করছে বলে পরিবারের লোকজনকে জানায়। এর পর থেকেই তার আর কোনো খোঁজ পায়নি পরিবার।এর পর গ্রামপুলিশের সহযোগিতায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে বুধবার হাত-পা বাঁধা অবস্থায় মেয়রকে উদ্ধার করে পুলিশ।মেয়রের বরাত দিয়ে মৌলভীবাজারের পুলিশ সুপার জানান, তাকে একটি কালো মাইক্রোবাসে করে এনে এখানে নামিয়ে দেয়া হয়। মাইক্রোবাসে তার চোখ বাঁধা ছিল।জানা গেছে, পৌর মেয়রের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি ব্যবসায় জড়িত। ‘ড্রেসম্যান বাইং হাউস’ নামে একটি প্রতিষ্ঠানে অ্যাডভাইজার হিসেবে আছেন রুকুনুজ্জামান রুকন। সোমবার সকালে বাসা থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।অনেক খোঁজাখুঁজির পর ভাইয়ের সন্ধান চেয়ে থানায় জিডিও করেন বড় ভাই সাইফুল ইসলাম টুকন। উত্তরা পশ্চিম থানায় সাধারণ ডায়েরি (জিডি) নং-১৬১১।