ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার আছিম বাজারের সার্বজনীন কালী মন্দিরের সামনে জবরদখল করে আঃ রশিদ নামের একজন টংঘর উঠিয়ে জবরদখল করেছে। পূজা শুরুর আগের সেখান ঘরটি সরিয়ে নেয়ার জন্য হিন্দুধর্মালম্বীরা বললেও কোন কাজ হয়। ফলে ঝুঁকিপূর্ন এ মন্দিরের নিরাপত্তা বিঘিœত হচ্ছে। মন্দিরের সামনে জায়গা না থাকায় কির্তনে সমস্যায় পড়েছেন তারা।

উপজেলার আছিম বাজারের সার্বজনীন কালী মন্দিরের মূর্তি ৩/৪ বছর আগে কে বা কারা রাতের অন্ধকারে ভেঙ্গে ফেলে ছিল। সে সময় থেকে এ মন্দিরটি ঝুঁকিপূর্ন। মন্দিরটি ঝুঁকিপূর্ন থাকার পরও মন্দিরের সামনে ২/৩ বছর আগে অবৈধভাবে একটি ঘর নির্মান করে আঃ রশিদ নামের একজন। পূজা শুরুর আগে মন্দিরের সামনে থেকে ঘরটি সরানোর জন্য বলা হলেও ঘরটি সরানো হয়নি। মন্দির কমিটির সাধারন সম্পাদক ডা. রতন কুমার জানান, পূজা শুরুর আগে ঘরটি সরানোর কথা বলা হলেও তিনি ঘরটি অন্যত্র সরিয়ে নেয়নি। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভবানীপুর শাখার সভাপতি জানান, মন্দিরের সামনে এমনিতেই জায়গা নেই। সকল কার্যাদী মন্দিরের ভিতর করতে হচ্ছে। সমস্যা হচ্ছে কির্তনে। ঘরটি সরিয়ে নিলে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হবে। ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ শেখ কবিরুল ইসলাম জানান, মন্দিরের সামনে ঘর থাকলে তা সরানোর ব্যবস্থা গ্রহন করা হবে।