ধর্মীয়ভাবে এখন কাউকে আর সংখ্যালঘু বলার সুযোগ নেই যারা মানুষ পুড়িয়ে হত্যা করে, যারা জঙ্গি তারাই এখন সংখ্যালঘু।বুধবার শারদীয় দুর্গাপূজা এবার নির্বেঘেœই পালিত হবে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আর পুলিশ বলছে, দেশের ঝুঁকিপূর্ণ পূজা ম-পে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে যে কোনো ধরনের ঝামেলা এড়াতে প্রস্তুত রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।রাজধানীর বেশ কয়েকটি পূজা ম-পে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে যান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এসময় তিনি দুস্থ মানুষের মধ্যে কাপড় বিতরণ করেন।সংক্ষিপ্ত আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ। সবাই মিলেই এখানে প্রত্যেকটি উৎসব পালন করে থাকে।মন্ত্রী আরো বলেন, দেশের মানুষ এখন অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ তাই গত কয়েকবছরে পূজা মন্ডপের সংখ্যা বেড়েছে।এদিকে, দেশের প্রত্যেকটি পূজা মন্ডপ আইন-শৃঙ্খলা বাহিনী নজরদারিতে রয়েছে বলে জানিয়েছে পুলিশ। কোনো ধরনে হামলার হুমকি নেই বলে দাবি করেছে পুলিশ।এবার পূজার পর আশুরা হলেও সবাইকে নিশ্চিন্তে থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ।