গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর এক কারারক্ষীকে বৃহষ্পতিবার ছয়শত পিস ইয়াবাসহ হাতে নাতে আটক করা হয়েছে। আটককৃত ওই কারারক্ষীর নাম আজিজার রহমান। তিনি বগুড়ার শিবগঞ্জ উপজেলার পোড়ানগরী ছয়গড়িয়া গ্রামের নবাব আলীর ছেলে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেল সুপার প্রশান্ত কুমার বণিক জানান, কারারক্ষী আজিজার রহমান ইয়াবা সেবন ও বিক্রির সঙ্গে জড়িত রয়েছে। এমন তথ্য কারা কর্তৃপক্ষের কাছে পূর্বে থেকেই ছিল। এরপর থেকে তার প্রতি বিশেষ নজরদারী করা হয়। পরে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কারারক্ষী আজিজারকে চ্যালেঞ্জ করে তার দেহ তল্লাশী করা হয়। এসময় তার সঙ্গে থাকা ৬’শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে জয়দেবপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

জয়দেবপুর থানার কোনাবাড়ি পুলিশ ফাঁড়ির এএসআই আঃ হামিদ জানান, কারাকর্তৃপক্ষ ওই কারারক্ষীকে ইয়াবাসহ আটক করে। পরে পুলিশে খবর দিয়ে তাকে ফাঁড়িতে আনা হয়। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।