ইরাকের দক্ষিণাঞ্চলে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বন্দুকধারীদের হামলায় ও আত্মঘাতী বোমার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছেন ৮৪ জনে। এ হামলায় আরও ৯৩ জন আহত হয়েছে। বৃহস্পতিবার নাসিরিয়া শহরের কাছে একটি রেস্তো্রাঁ এবং পুলিশ চেকপোস্টে এ হামলার ঘটনা ঘটে। দিকার প্রদেশের স্বাস্থ্য বিভাগের পরিচালক জাসেম আল-খালিদি জানান, শিয়া মুসলিম পুণ্যার্থীদের একটি দলের কাছে এসব হামলার ঘটনা ঘটে। নিহতদের মধ্যে বেশ কিছু ইরানি নাগরিকও রয়েছে।

হামলার পর বৃহস্পতিবারই ৭৪ জন নিহত হন, পরে শুক্রবার হামলাস্থল থেকে আরও ১০ জনের লাশ উদ্ধার করা হয়।জাসেম বলেন, হামলার ঘটনায় আরও ৯৩ জন আহত হয়েছেন, যাদের অনেকের অবস্থাই গুরুতর। কর্মকর্তারা জানান, প্রথমে মহাসড়কের পাশে একটি রেস্তোরাঁকে লক্ষ্য করে গাড়িতে করে আসা বন্দুকধারীরা গুলিবর্ষণ করে। পরে কাছেই একটি নিরাপত্তা চেকপয়েন্টে গাড়িটির বিস্ফোরণ ঘটায় তারা। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় অন্তত ৫০ জন।