গাজীপুরের কালিয়াকৈরে বাবার পরকীয়ার জেরে তার শিশু সন্তানকে শ্বাসরোধ করে হত্যা করেছে প্রেমিকা ও তার পরিবার। হত্যার দু’দিন পর বৃহষ্পতিবার পুলিশ স্থানীয় জঙ্গলের একটি ডোবা থেকে নিহত শিশুর লাশ উদ্ধার করেছে। এঘটনায় জড়িত থাকায় প্রেমিকা ও এবং তার মা ও ভাইকে গ্রেফতার করা হয়েছে। নিহতের নাম আল-আমীন (৬)। সে কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকার জুয়েল হোসেনের ছেলে।
হত্যার ঘটনায় গ্রেফতারকৃতরা হলো-কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার হাত্রাপাড়া এলাকার আব্বাস আলীর স্ত্রী নুরেছা বেগম (৪৫), তাদের ছেলে জয়নাল আবেদীন (১৯) ও মেয়ে নিশিতা আক্তার (২১)।
কালিয়াকৈর থানার ওসি রফিকুল ইসলাম ও স্থানীয়রা জানান, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় রওশন আলীর বাড়িতে স্বপরিবারে ভাড়া থাকে কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার হাত্রাপাড়া এলাকার আব্বাস আলী। তার স্ত্রী নুরেছা বেগম (৪৫) ও মেয়ে নিশিতা আক্তার (২১) স্থানীয় পোশাক কারখানায় কাজ করে। নিশিতার বর্তমান ও দ্বিতীয় স্বামী একই কারখানায় কাজ করে। প্রায় দুই বছর আগে এক সন্তানের জননী নিশিতার সঙ্গে প্রতিবেশী বিবাহিত জুয়েল হোসেনের সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিয়ের আশ্বাসের একপর্যায়ে তা দৈহিক সম্পর্কে গড়ায়। বিষয়টি জানাজানি হওয়ায় গত কয়দিন ধরে জুয়েলের পরিবারের সঙ্গে নিশিতার পরিবারের ঝগড়া বিবাদ চলে আসছিল। এদিকে নিশিতা ও তার পরিবার বিয়ের কথা বললে সম্প্রতি জুয়েল বিয়ে করতে অস্বীকৃতি জানায়। এতে নিশিতার পরিবার ক্ষুব্ধ হয়। এর জের ধরে গত মঙ্গলবার বেলা ১১টার দিকে প্রেমিকা নিশিতার ভাই জয়নাল আবেদীন (১৯) কৌশলে জুয়েলের শিশু সন্তান আল-আমীনকে বাড়ির পাশের একটি ঝোপে ডেকে নিয়ে যায়। সেখানে জয়নাল ও তার সহযোগীরা গলায় নাইলনের রশি পেঁচিয়ে ও হাতের রগ কেটে শিশু আল-আমীনকে হত্যা করে। পরে তারা নিহতের লাশ ওই জঙ্গলে একটি ডোবায় নর্দমার পানিতে ফেলে রেখে পালিয়ে যায়। এদিকে আল-আমীনের খোঁজ না পেয়ে তার স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকে। এব্যাপারে থানায় সাধারণ ডায়েরী করে নিখোঁজ শিশুটির পরিবার। পুলিশ এঘটনায় জড়িত সন্দেহে প্রেমিকার ভাই জয়নালকে আটক করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহষ্পতিবার ভোর রাতে পুলিশ নিহতের লাশ বাড়ির পাশের একটি ডোবা থেকে উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য লাশ শহীদ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের বাবা জুয়েল হোসেন বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেছে। পুলিশ হত্যার এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের বাবার প্রেমিকা নিশিতা, প্রেমিকার মা নুরেছা বেগম ও ভাই জয়নাল আবেদীনকে গ্রেফতার করে।