নওগাঁর আত্রাইয়ে আত্রাই নদীতে অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার করেছে আত্রাই থানা পুলিশ।আত্রাই থানা সূত্র জানা যায়, বৃহস্পতিবার সকালে আহসানগঞ্জ ইউনিয়নে বেওয়ালা গ্রাম ইটভাটা নামক স্থানে লাশ ভাসতে দেখা যায়। স্থানীয় কেউ দেখতে পেয়ে তাদের কাছে অপরিচিত যুবক মনে হলে পুলিশকে খবর দেওয়া হয়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে। তার পরনে সাদা টি শাট ও পেন্ট রয়েছে।এ ব্যাপারে আত্রাই থানার অফিসার ইনচার্জ বদরুদোজা সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, অজ্ঞাত ব্যক্তির শরীরের কোথাও কোন জখম চিহ্ন পাওয়া যায় নাই। তবে এখনও কিছু বলা যাচ্ছেনা। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত করলে রহস্য উত্ঘটন করা যাবে বলে জানায়।
মোঃখালদে বনি ফরিোজ,নওগাঁ প্রতনিধি