চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের চেয়ে ৮০ রানে পিছিয়ে আছে অস্ট্রেলিয়া। ওয়ার্নার ও হ্যান্ডসকম্বের ব্যাটিং দৃঢ়তায় ২ উইকেটে ২২৫ রানে দিন শেষ করেছে অজিরা। এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৩০৫ রানে অলআউট হয় বাংলাদেশ।

আগের দিনের ৬ উইকেটে ২৫৩ রান নিয়ে খেলতে নেমে দেখে শুনেই শুরু করেছিলেন দুই অপরাজিত ব্যাটসম্যান মুশফিক ও নাসির। ব্যক্তিগত ৬৮ রানে লায়নের ষষ্ঠ শিকারে পরিণত হয়ে মুশফিকের বিদায়ে ভাঙ্গে তাদের জুটি। অ্যাগারের বলে আউট হবার আগে নাসির খেলেন ৪৫ রানের মূল্যবান ইনিংস।

এরপর মিরাজ ১১ ও তাইজুল ৯ রানে সাজঘরে ফিরলে ৩০৫ রানের সংগ্রহ পায় টাইগাররা। লায়ন অজিদের হয়ে নেন ৭ উইকেট। জবাবে, ব্যাট করতে নেমে ব্যক্তিগত ৪ রানে মোস্তাফিজের শিকার হয়ে সাজঘরে ফেরেন অজি ওপেনার ম্যাট রেনশ। লাঞ্চের পর সফরকারীদের দুই ব্যাটিং স্তম্ভ ওয়ার্নার ও স্মিথ দ্বিতীয় উইকেটে গড়েন ৯৩ রানের জুটি। ক্যারিয়ারের ২১তম ফিফটি তুলে নিয়ে ৫৮ রানে তাইজুলের বলে বোল্ড হয়ে ফেরেন অজি অধিনায়ক স্মিথ।

এরপর, ওয়ার্নার ও হ্যান্ডসকম্ব তৃতীয় উইকেটে ১২৭ রানের অবিছিন্ন জুটি গড়েন। ওয়ার্নার ৮৮ ও হ্যান্ডসকম্ব ৬৯ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করবেন।