ময়মনসিংহে ভালুকায় জীবনের ঝুঁকি নিয়ে জঙ্গি আস্তানার অভিযান সফল করায় ময়মনসিংহ জেলা পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলাম পুরস্কৃত হয়েছেন। মঙ্গলবার রাতে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক তার হাতে পুরস্কার তুলে দেন বলে ময়মনসিংহ জেলা পুলিশের মিডিয়া অফিস থেকে জানানো হয়।পুলিশ জানায়, ময়মনসিংহের ভালুকা উপজেলার হবির বাড়ী ইউনিয়নের কাশরের একটি বাড়িতে জঙ্গি আস্তানায় গত ২৭ আগস্ট শক্তিশালী বোমা বিস্ফোরিত হয়। এতে এক জঙ্গি ঘটনাস্থলেই নিহত হন। ময়মনসিংহ জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম ঐ সংবাদ পাওয়ার পর তাৎক্ষণিক বোম ডিস্পোজাল ইউনিট এর সহযোগিতায় একটানা ২২ ঘণ্টা জীবনের ঝুঁকি নিয়ে শক্তিশালী বোমা, বোমা তৈরির সরঞ্জামাদি নিরাপদে নিস্ক্রীয় করে অভিযান সম্পন্ন করেন। এর জন্য পুলিশ সুপার ময়মনসিংহ সৈয়দ নুরুল ইসলামকে আইজিপি বিশেষ পুরস্কারে পুরস্কৃত করলেন।পুলিশের মহাপরিদর্শক তাকে স্বীকৃতি দিলেন- ডিসিশন মেকার অফ ময়মনসিংহ ডিস্ট্রিক পুলিশ এন্ড বাংলাদেশ পুলিশ।ইতিপূর্বে পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম, পিপিএম খেতাব প্রাপ্ত হয়েছেন।

এদিকে, ময়মনসিংহের ভালুকার কাশরে বোমা বিস্ফোরনে নিহত জঙ্গি আলম প্রামানিকের স্ত্রী ফাতেমা আক্তারের (৩০) বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার রাত ৯ টায় ময়মনসিংহের ৩ নম্বর আমলী আদালতের বিচারক খালেদা ইয়াসমিন এ রিমান্ড মঞ্জুর করেন। সন্ত্রাস বিরোধী ও বিস্ফোরক আইনে মঙ্গলবার সকালে ভালুকা মডেল থানার এস আই জীবন চন্দ্র বাদী হয়ে নিহত নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের জেএমবি) আতœঘাতী দলের সদস্য আলম প্রামানিকের স্ত্রী ফাতেমা আক্তার (৩০) ও বাড়ীর মালিক আজিম উদ্দিন (৫৫) কে আসামী করে মামলা করেন। উল্লেখ্য, সোমবার সন্ধ্যায় ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের কাশর গ্রামে বোমা তৈরি করার সময় বিস্ফোরনে প্রানহারান নাটোর সদর উপজেলার তেলকুপি গ্রামের বাসিন্দা আলম প্রামানিক (৩৫) নামের জঙ্গি। পরে পুলিশের হাতে আটক হন জঙ্গির স্ত্রী ফাতেমা আক্তার ও বাড়ীর মালিক আজিম উদ্দিন। মঙ্গলবার সকালে কাউন্টার টেরোরিজম ইউনিটের বোমা নিস্ক্রিয় দলের সদস্যরা ঘিরে রাখা বাড়ীতে ৪ ঘন্টা অভিযান চালিয়ে দুটি বড় শক্তিশালী বোমা, দুটি পেসার বোমা, একটি হ্যান্ড গ্রেনেড ও বোমা তৈরির সরঞ্জামাদি উদ্ধার করে তা নিস্ক্রিয় করে।