ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, যুক্তরাষ্ট্রের হাতে ধ্বংস হওয়া থেকে পরমাণু চুক্তিকে রক্ষা করাই নতুন সরকারের পররাষ্ট্রনীতির সর্বোচ্চ অগ্রাধিকার। ২০১৫ সালে বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে করা পরমাণু চুক্তির কথা উল্লেখ করে রুহানি ইরানের পার্লামেন্টে বলেন, আমাদের পররাষ্ট্রমন্ত্রীর প্রথম গুরুত্বপূর্ণ কাজ পরমাণু চুক্তিকে রক্ষা এবং যুক্তরাষ্ট্র ও অন্যান্য শত্রুদের সফল হতে না দেয়া।
তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রণালয়ের দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ অর্থনৈতিক কাজে জড়িত হওয়া। এতে বিদেশী বিনিয়োগ ও প্রযুক্তি আকৃষ্ট করা যাবে। মধ্যপন্থী হিসেবে পরিচিত রুহানি চলতি মাসের প্রথমদিকে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্বপালন শুরু করেন।সম্প্রতি তেহরানের ক্ষেপণাস্ত্র পরীক্ষার জবাবে যুক্তরাষ্ট্র দেশটির ওপর নতুন অবরোধ আরোপ করে। এ প্রেক্ষাপটে দুদেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়। উভয়দেশ একে অন্যের বিরুদ্ধে পরমাণু চুক্তির শর্ত লঙ্ঘনের অভিযোগ তোলে।